কবি- মোঃ আবুল হোসেন
বিশ্বজুড়ে যতই হোক কোরআন অবমাননা
সত্য কি তাতে মিথ্যা হবে অবুজেরা বোঝনা।
স্রষ্টা পরিচালনা করে বিশ্বব্যাবস্থা
বিদায় ঘন্টা টানানো ঐ করুন অবস্থা।
সত্যরে যারা ভয় পায় তাদের হয়েছে কাল
আল কোরআনের মোকাবিলায় তাদের টুটেছে ভাল।
মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন
শান্তির এর রত্নভাণ্ডার যদি করো অনুসন্ধান।
বিশ্বশান্তির তরে কোরআন এসেছে
বিশৃঙ্খলার স্তুপের বরফ গলেছে
সত্যসন্ধানীরা কোরআন ধরেছে
শয়তানের অন্তর্দাহে বিশ্ব জ্বলেছে।
সাবধান হও অপশক্তি সাবধান বিশৃঙ্খলাকারী
কোরআন আছে কোরআন থাকবেই স্রষ্টাই হেফাজতকারী।
কোরআনের আলোকে আলোকিত সারা বিশ্বময়
সত্য এসেছে মিথ্যাার নিশ্চিত পরাজয়।।