কবি – প্রহ্লাদ ভৌমিক ।

দু’চোখ জুড়ে প্রবাহিত নদীর প্রশস্ত মোহনা…

আনন্দ-বিষাদে অশ্রুজল আসে ভেসে
আসে ভাঙন, তুমুল বর্ষা পেরিয়ে শরৎ,
কখনও শীতও ভাসে তীব্র ঝড়-জলে
নিরবচ্ছিন্ন মোসুমী বায়ুর নিপুণ সমারোহে ;

উৎস থেকে মোহনা নদী যখন
তীক্ষ্ণ জলের আঁচড়ে ক্রমাগত ক্ষত বিক্ষত
ফুঁসে ওঠা বুড়ি গঙ্গাও ভাসিয়ে দিয়ে যায়
দু’পাড়ের খেয়াঘাট, অগোছালো চর,
যা এতদিন দখল রেখেছে যাত্রী পারাপারে ।

‘নিবিড় দ্বিধা দ্বন্দ্বের’ সাংসারিক টানাপোড়েন যেন
জলের ঢেউ কোলাহল ও জীবনের জোয়ার ভাটায় ;
চেয়ে আছে অস্থির চাতকের মতো
চোখ দু’টি স্থির, ভীষণ তৃষ্ণা কাতর
ও জেগে আছে চোখের জলের স্ফুলিঙ্গ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *