রোকনুজ্জামান মানু উলিপুর (কুড়িগ্রাম)ঃ
কুড়িগ্রামের উলিপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গোবিন্দ জীঁউ মন্দির চত্ত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা। সহকারি কমিশনার (ভূমি) মর্তুজা আল মুঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুল মজিদ হাড়ি। ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’, এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল গফ্ফারের উপস্থাপনায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার অশোক কুমার রায়,নার্সারী মালিক আব্দুস ছাত্তার প্রমূখ। মেলার বিভিন্ন স্টলে বিভিন্ন জাতের ফলের চারা ও দেশিয় ফল প্রদর্শন করা হয়।