মোঃ আশতাব হোসেন
তোমার করুণা পাবার আশায়
আবেদন করছি পেশ,
ঈমানের সাথে করিও কবুল
যখন বেলা হবে শেষ!
দুনিয়ার মায়া-মোহে পড়ে
করেছি অনেক পাপ,
রহমতের ছায়ায় দিও ঠাঁই
অন্যায় করে মাফ!
তুমি দয়া না করলে প্রভু
পাপী বান্দার নেই গতি,
ভিক্ষুকের মতো শূন্য হাত
পেতেছি তোমার প্রতি!
পাপী বলে দিওনা খোদা
ঘৃণা করে ঠেলে দূরে,
ক্ষমা করে দাও নিজগুণে
কাঁদছি বিনয় করে!
দুনিয়ার যতো মুসলমানদের
জমা নিয়েছো জান,
তাদের আত্মা রেখো সুখে
ওগো রহিম রহমান!