মোঃ আশতাব হোসেন

বয়স বেড়ে শক্তি হারা বৃদ্ধ হাতি
ব্যর্থের ভয়ে দাঁড়িয়ে ঘুমায়,
সিঁদুর বর্ণ মেঘ দেখে পোড়া গোরু
চমকে উঠে গোয়ালে যায়।

পোষা গোরু হারিয়ে মালিক
বেহুশ হয়ে খুঁঁজতে থাকে,
সামনে পড়লে তখন কেউ
উল্টাপাল্টা বলে তাকে।

কানে পানি ঢুকবে তাই ছাগল
জলছাপ দেখে ভয় পায়,
সূর্যের আলো অপছন্দ করে
পাচক দিনে নিদ্রা যায়।

অপারগতা প্রকাশ হবে তাই
বাঘ হয় নদীর সোজা পাড়,
উত্তাল নদীর স্রোতের কাছে
গোঁয়ার মেনে নেয় না হার।

প্রেমের প্রচণ্ড ছ্যাকা খেয়েও
কেউ অর্জে বিশাল জয়,
কেউ ঢেলে দেয় হেমলোক প্রাণে
জীবনকে পেয়ে ভয়।

কেউ নিজেকে গুটিয়ে ফেলে
একা কাটায় জীবনভর,
আবেগ নদী শুকিয়ে গিয়ে
বুকে জেগে উঠে চর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *