এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে দিনাজপুরের খানসামা উপজেলায় মাঠে নেমেছে প্রশাসন ও থানা পুলিশ।

শনিবার উপজেলার পাকেরহাট, টংগুয়া ও চৌরঙ্গী বাজার এলাকায় মাস্ক না পড়ার দায়ে ৪টি মামলায় ৯০০ টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মারুফ হাসান।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, সংক্রমণ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। তাই স্বাস্থ্য সরকারী নির্দেশনা বাস্তবায়নে সচেতনতা মূলক প্রচারণা চলছে। এতেও জনগণ মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি না মানলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য বিভাগ,থানা পুলিশ, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সংগঠন সচেতনতামূলক কর্মসূচী ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন