কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি:-
কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত্যু শিশু ইমান হোসেন (৬) বাহের কেদার নলডোবা গ্রামের মতিউর রহমানের ছেলে ও ভাটিকেদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। মৃত্যু ইমান হোসেনের দাদা নজরুল ইসলাম জানান, মঙ্গলবাস দুপুর ১২টার দিকে স্কুল থেকে এসে বই খাতা রেখে সবার অজান্তে বাড়ির অদূরে পুকুরে গোসল করতে যায় ইমান। সাড়ে ১২টার দিকে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে জৈনক পথচারী। পরে পথচারীর চিল্লাহাল্লায় গ্রামবাসী মান্নান পুকুরে নেমে ইমান আলীর মরদেহ পারে তুলে আনেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।