রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে কাটাখালী ফাঁড়ির ইনচার্জ সাংবাদিক হয়রানির উদ্দেশে সাধারণ ডাইরী করেছে বলে জানা গেছে। গতকাল ১ ই মার্চ সন্ধ্যায় সাধারণ ডাইরী টি তদন্তকারী কর্মকতা তদন্তের সুবাদে সাংবাদিক রেজাউল কে ফোন করে থানায় ডাকলে জানা যায়, তার বিরুদ্ধে জি ডি কাটাখালী ফাঁড়ির ইনচাজ আসাদ। তদন্তকারী কর্মকর্তা জানান, গত ১৯-২-১৮ ইং তারিখে কাটাখালী ফাঁড়িতে ( জি ডি নং ৪৩৪) একটি জি ডি করেন ফাঁড়ির ইনচাজ আসাদ, যার তদন্ত ভার পড়েন মতিহার থানার সেকেন্ড অফিসার উপ -পুলিশ পরিদর্শক রায়হানের নিকট। জি ডি মুলে জানা যায়, সাংবাদিক রেজাউল পাবনা থেকে প্রকাশিত দৈনিক সতকণ্ঠ পত্রিকার বর্ষপূর্তি অনুশঠানের দাওয়াত পত্র দিয়ে আসেন, সেই সাথে ফাঁড়িতে সাংবাদিক রেজাউল তার নিকট এবং তার অফিসার দের নিকট চাঁদা দাবি করেন। জিডি তে আরো উল্লেখ করেন যে সাংবাদিক রেজাউল তাকে অর্থাৎ ফাঁড়ির ইনচাজ কে ফাঁড়িতে গিয়ে ভয় ভিত্তি দেখিয়ে এসেছেন যে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবে, তাই তিনি এই জিডি করেছেন। অপরদিকে সাংবাদিক রেজাউল এর সাথে কথা বলে তিনি জানান যে আমি সেখানে শুধু বর্ষ পূর্তি অনুঠানের দাওয়াত দিতে গেছিলাম, সেই সাথে ফাঁড়ির ইনচাজ এর নিকট পত্রিকায় শুভেচ্ছা বিজ্ঞাপন উপলক্ষে তার নিকট একটি বিজ্ঞাপন চাইলে সে, উগ্র হয়ে উঠে বলেন, আমি কোনো বিজ্ঞাপন দিতে পারি না, বিজ্ঞাপন দিবে আমার অফিসার অতঃএব আপনি আসতে পারেন। পরে আর কোনো কথা হয়নি বা আমি তার ফাঁড়ির বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করিনি, এছাড়াও আমি যতদূর জানি, ফাঁড়ির ইনচাজ একজন ভালো অফিসার, নিশ্চই করো প্ররোচনায় এই জিডি তিনি করেছেন, অথবা বিজ্ঞাপন দেয়নি মর্মে ভয় পেয়ে তিনি এমন করেছেন বলে আমি মনে করি।
বিষয়টির উপর মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের সাথে কথা বললে তিনি জানান, যে কেউ যে কারো বিরুদ্ধে জিডি করতে পারে, এটা তেমন কোনো বিষয় নয়। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে l