কচাকাটা কুড়িগ্রাম, সংবাদদাতা:
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন কুড়িগ্রাম ১ আসনের মাননীয় সাংসদ জনাব এ কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক। আজ ২৩/০৮/২০১৭ ইং রোজ বুধবার তিনি কচাকাটা, কেদার ও বল্লভেরখাস ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট,ব্রিজ, কালভার্ট ইত্যাদি পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহমর্মিতা ও বন্যা পরবর্তীতে সকলের দূর্ভোগ লাঘবে এবং সকলের জীবন যাত্রার মান স্বাভাবিক রাখতে আশ্বস্ত প্রদান করেন। এ সময় সঙ্গে ছিলেন- কচাকাটা ইউপি চেয়ারম্যান মো: আ: আউয়াল,বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান মো: আকমল হোসেন,প্রভাষক মো: রুহুল আমিন, শিশু নিকেতন কচাকাটার অধ্যক্ষ মো: আনিছুর রহমান, মো: আজিজার রহমান(সাবেক চেয়ারম্যান), প্রভাষক আজাদ, মো: আনছার আলী( নায়েক সুবেদার অব:)অত্র ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার সুধী সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন