‘ডানাকাটা পরী’
কলমে- মঞ্জুর মোর্শেদ
পৌষ/মাঘের মাঝামাঝি হবে হয়তো-
কুয়াশার এ্যালবামে- বেশকিছু স্মৃতির আনাগোনা এখনও আছে-
প্রশস্ত প্রান্তরে সোনা মাখা আমনের ক্ষেত, বাতাসে নবান্নের ঘ্রাণ,
ছেঁটে ফেলছে কৃষকের দল, সোনা রঙা প্রশস্ত প্রান্তরে ন্যাড়া মাঠের উঁকিঝুঁকি-
সামিয়ানার সাত রং- ন্যাড়া মাঠে মেঠোগান যে চিরায়ত বাংলার রূপ।
লাউডস্পিকারে রম্য চিৎকার, হরদম পুরোদিন-
আকাশ থেকে নেমে আসা অপরূপা একদল ডানাকাটা পরীর- রুমঝুম নাচ ও গান,
হ্যাঁ ভাই আরও দেখতে পাবেন উত্তেজনায় ঠাঁসা- রঙ্গিন ‘গুনাই বিবি’!
দুরন্ত কৈশোরে- গপ্পে শোনা ‘ডানাকাটা পরী’ দেখার ইচ্ছেটা হয়ে পরে অদম্য-
কৌতূহলী মনে প্রশ্নবাণ- ওরা কি সত্যি রুমঝুম নাচে, দেখতে কি ‘মানুষের’ মতো?
যাক- স্বপ্ন পরী এবার চাক্ষুষ দেখবো, সুযোগটা নিতে হবে- সবার অজান্তে।
ঝলমলে আলো- মোহনিয়া রাত, অপরূপা পরী দেখার ইচ্ছেটা মাতাল করে তোলে,
যেভাবেই হোক- মুহূর্তের জন্যে হলেও সব বাধাবিপত্তি আজ যে ভাঙ্গব-ই ভাঙ্গব।
নাকেমুখে ভাত ঠেলে, পাঁচিল টপকে লুকিয়ে- দ্রুত পায়ে একা দুঃসাহসী যাত্রী-
তর সইছে না আর অবাধ্য মনে, নামবে কখন আকাশ থেকে- ডানাকাটা পরী-রা?
________ “সবাই যখন চোখ- রাখছে নীচে
________ আমি তখন দেখছি আকাশ’টায়,
উফ্- মন, এই বুঝিরে নামবে পরী _______
উদগ্রীব মনে- দম বুঝি দম হারায়’ _______!!
________ একি- নাচছে কারা খেমটা নাচন!
________ মুখে- পেতনী’রা সব ট্যাল্ক ঢেলে,
বিশ্রী- ছাল খোলা কুমড়ো কুঁজো _______
ছিছি- নাচছে কেমন, ’দাঁত কেলে’ _______!!
________ নাম- সেই থেকে ঐ বোকার দলে
________ অপরূপা- পরী দেখার সাধ মেঠে,
বকবে মা- নিজের মান বাঁচাতেই _______
ফিরতে দ্রুত- দু’পায়ে হুল ফোটে” ______।।
________________________________________