কবিতা-
*তবুও অবুঝ*
***********************
কলমে-শিবানী ভট্টাচার্য্য।
তারিখঃ-২৮/০৮/২০২২ইং।
দুর ছাই! ভুলে যাই!
কিছুই থাকেনা মনে।
কথা হয় রোজ তবুও সে অবুঝ
কাটে দীর্ঘ সময় অভিমানে।
কাছে কাছে থাকি,প্রিয় বলে ডাকি
তবুও কেন আছো চুপচাপ।
এতো ভালোবাসা দিয়ে কেন তবে
মান করে থাকো দিনরাত?
মনে দ্বিধা-দ্বন্দ্ব,লিখি ভুলভাল ছন্দ
উপায় কি বলো প্রিয় তুমি।
যেটুকু আবদার, করো তুমি বারবার
সাধ্য মতো হই তোমার প্রেমী।
তোমায় আপন ভাবি, তাইতো করি দাবি
এসো অভিমান ভুলি দু’জনে।
সময়ের সাথে, হাত রেখে হাতে, ছুঁয়ে দেই
আকাশ,তারাভরা সন্ধ্যার লগনে।