সুখ-দুঃখ
কলমে- মাহফুজা পারভীন মনি
সুখ-দুঃখ ভাই-ভাই
দুঃখ বলে আমার কোন সুখ নাই
আমায় কি একটু সুখ দেবে ভাই,,?
সুখ বলে আমার কোন দুঃখ নাই
তাই তো আমরা ভাই-ভাই…!!
দুঃখ বলে তাহলে আমায় একটু
সুখ দাও না ভাই,,?
আমি যে বড্ড কষ্টে থাকি সদাই
কষ্ট পেয়ে আড়ালে তাই অশ্রু ঝরাই।
ধুর বোকা সুখ কি চাইলেই পাওয়া যায়,?
তোর যে কোনো সন্তুষ্টি নাই
তাই তো তোর কপালে সুখ নাই।
তবে একটা উপায় আছে ভাই
সুখ বলে মন থেকে আল্লাহর
নিকট শুকরিয়া কর আদায়।
প্রর্থনা করে দুহাত তুলে বলো তাই
সুখ যে আমার চাই-ই চাই।
তাহলেই দেখবে সুখে-দুখে
মিলেমিশে রইবো মোরা পাশাপাশি।