নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীতে মহানগরীর মোড়ে মোড়ে গড়ে উঠেছে কিশোর গ্যাং এর ছোট বড় প্রায় শতাধিক কিশোর গ্যাং। এদের মধ্যে আবার শাখা উপশাখাও রয়েছে। কেউ কেউ আলাদা ভাবেও পরিচালনা করছে নিজের এলাকার গ্যাং। এরা আবার আধিপত্য বিস্তারে করছেন সন্ত্রাসী কায্যকলাপ।
এ সব কিশোর গ্যাং গুলো নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজিও করছেন। এদেরকে মদ, গাঁজা, হেরোইন, ফেনসিডিল সহ নানা রকমের নেশায় আসক্ত করে ফায়দা লুটছে মাদক ব্যবসায়ীরা। আবার নেশার টাকা জোগাড় করতে এইসব কিশোর গ্যাং চুরি,ছিনতাই এমনকি খুন পর্যন্তও করে ফেলছে। নিজেদের অবস্থান ঠিক রাখতে দু’একজন অসাধু রাজনৈতিক নেতাও এদের ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি বাসার সামনে গাঁজা খেতে নিষেধ করায় টিকাপাড়া বাশার রোডের এক সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে কিশোর গ্যাং। সেই সাংবাদিক নগরীর বোয়ালিয়া থানায় মামলা করেছেন, তবে তাকে শঙ্কার মধ্যে দিন কাটাতে হচ্ছে, আবার কখন কি ঘটনা ঘটে এই ভেবে।
কিছুদিন আগে নিউ মার্কেট এলাকায় কিশোর গ্যাং এর জায়গা দখল করা কে কেন্দ্র করে একজন নিহত কয়েকজন আহত হয়।রাজশাহী পদ্মার পাড়ে মেয়ে কিশোর গ্যাং এর মারামারির তিনটি ভিডিও ভাইরাল হয়। এছাড়াও কিশোর গ্যাং এর বাইক নিয়ে ছিনতায়ের ঘটনা বেড়েই চলেছে। যা নগরবাসীকে আরো ভাবিয়ে তুলেছে।
রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার বলেন, আমরা মুরব্বীরা এখন কোন মোড়ে চায়ের দোকানে বসতে পারি না, বিনোদন কেন্দ্র গুলোতে যেতে পারি না, নগরীতে নতুন কেও বাড়ি করতে আসলে এই কিশোর গ্যাং এর চাঁদাবাজির অত্যাচার এবং রাস্তাঘাটে মাদক সেবন এই শান্তির নগরী রাজশাহীকে উত্তপ্ত করে তুলেছে। এগুলো প্রশাসনকে কঠোরভাবে দমন করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কথা বলতে আরএমপি’র পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলমকে কয়েক দফায় মুঠোফোনে ফোন দিয়ে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কিশোর গ্যাং সম্পর্কে র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহ্রিয়ার বলেন,আমরা বিভিন্ন এলাকায় আমাদের সোর্স ও পুলিশের সহযোগিতা নিয়ে কিশোর গ্যাং এর তালিকা করেছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র্যাব-৫ কিশোর গ্যাং’কে রাজশাহী থেকে নির্মূল করতে কাজ করে যাচ্ছে।