কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলায় এপ্রিল মাসের শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন ভূরুঙ্গামারী থানা’র উপ-পরিদর্শক (এসআই) মোঃ এনামুল হক।
রবিবার (৫ মে) সকাল ৮: ০০ ঘটিকায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেড শেষে সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিল শেডে অনুষ্ঠিত এপ্রিল মাসের কল্যান সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে শ্রেষ্ঠ অফিসার হিসেবে ভূরুঙ্গামারী থানার এসআই এনামুল হককে পুরস্কার তুলে দেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
এ সময় জেলার সকল সার্কেল ও সকল থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন। এসআই এনামুল হক জানান, ২০২৪ ইং গত এপ্রিল মাসের বিভিন্ন মামলার তদন্ত ও ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার করার জন্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাকে এই সম্মাননা দেয়া হয়েছে। এই সম্মাননা পুলিশের মনোবল বৃদ্ধি সহ আরো ভালো কাজের উৎসাহিত করবে বলে আমি মনে করি।