লুৎফুর রহমান রাকিব চৌধুরী চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি
কুমিল্লা চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় গুরুতর আহত দুই পথচারী হাসপাতালে চিকিৎসা অবস্থান মারা গেছেন মঙ্গলবার( ১০মে )সকাল সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন আটগ্রামের আব্দুল খালেকের ছেলে রিন্টু{৩০} বাতিসা গ্রামের মনা মিয়ার ছেলে রিপন {২৮}বিষয়টি নিশ্চিত করেছে মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক কাউসার তিনি জানান সকালে ঢাকা মুখী সেজুতি পরিবহনের একটি বাস মোটরসাইকেল কে বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয় এ সময় তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।পরবর্তীতে সকাল এগারটায় রিপন কুমেক হাসপাতলে চিক্যিসাধীন অবস্থান মারা যায়। বিকাল ৫ টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিন্টু বাসাটি জব্দ করে থানায় আনা হয়েছে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে ।