কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় কুড়িগ্রাম সদর উপজেলা ১-০গোলে নাগেশ্বরী উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সদর উপজেলার সর্বোচ্চ গোলদাতা মুন এবং রিতু সেরা খোলোয়াড় নির্বাচিত হোন।
রোববার বিকেলে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুলআলম, ফুটবল টুর্ণামেন্ট কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান লোবান, এ্যড. আহসান হাবীব নীলু প্রমুখ।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা টুর্ণামেন্টের আয়োজন করে। এই প্রতিযোগিতায় জেলার ৯টি উপজেলাকে নিয়ে দুটি গ্রুপ ভাগ করে ১৮জানুয়ারি শুরু হয়।