কুড়িগ্রাম প্রতিনিধি
পুলিশের বিশেষ অভিযানে সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামের মাদক জগত কাঁপছে। ইতোমধ্যে কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা’র নির্দেশে গত দেড় সপ্তাহের ব্যবধানে সদর থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানের জালে আটকা পড়েছে এক যুবতি সহ ১৩ জন মাদক ব্যবসায়ী। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে হিরোইন ৬ গ্রাম, গাঁজা সাড়ে ১৪ কেজি, ফেনসিডিল ২শ’ ৬ বোতল ও ইয়াবা ট্যাবলেট ৩৯ পিচ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ১৩ মাদক ব্যবসায়ী হচ্ছে- শেখ সাদি (৪৫), আলতাব হোসেন (৪০), ইলিয়াস মোঃ সোহেল রানা (৩৫), সাবিবর হাসান শিমুল (৩১), আমিনুর ইসলাম (৪০), সুজন মিয়া (৩০), একরামুল হক (৩৮), আলম (২৯) আশরাফুল আলম (৩৯), খোরশেদ আলম হুরকা (২৮), জসিম উদ্দিন (৪০), মনিকা ইসলাম মুন্নী (২০) ও রবিউল ইসলাম (২৯)। এদের সকলের বাড়ী কুড়িগ্রাম সদর থানার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে শেখ সাদির বিরুদ্ধে ১৩টি, আশরাফুল আলমের বিরুদ্ধে ৮টি এবং একরামুল হকের বিরুদ্ধে ৬ করে মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে- মাদক বিরোধী পুলিশের কঠোর মনোভাব দেখে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এখন গা ঢাকা দিয়েছে। এরপাশাপাশি প্রতি প্রকার অবৈধ মাদকের দাম এখন আকাশ চুম্বি। এমতাবস্থায় নিয়োমিত মাদক সেবীরা চরম বিপাকে পড়ে তারা এখন পাশ্ববর্তী জেলা লালমনিরহাট এবং রংপুরের দিকে ঝুকে পড়েছে।
এব্যাপারে কথা হয়- কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ারের সাথে। তিনি বলেন- এসপি স্যারের নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রাখা হয়েছে। কুড়িগ্রাম সদর থানাকে মাদক মুক্ত করার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য- কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার পরপর তিনবার কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার জিতে নিয়ে হ্যাট্টিকের গৌরব অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন