কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ চাল বিতরন। মঙ্গলবার বিকালে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্তরে মৎস্যজীবিদের মাঝে চাল বিতরন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা মৎস্য অফিসার মোঃ নুরুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান মনজুরুল ইসলাম প্রমুখ। অফিস সূত্রে জানা যায় রানীগঞ্জ ইউনিয়নে ২২০ জন মৎস্যজীবির মাঝে জনপ্রতি ২০ কেজি করে চাল দেয়া হয়। উপজেলা ৬ টি ইউনিয়নের ৯২০ জন মৎস্যজীবি পরিবারের মধ্যে চাল বিতরন করা হবে।