মো নাজমুল হুদা মানিক।।
ন্যাশনাল প্রোডাকটিভিটি অরগানাইজেশন এনপিও এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উতপাদনশীলতা বিষয় অবহিতকরন শীর্ষক প্রকল্পের আওতায় উতপাদনশীলতা বিষয় অবহিতকরন বিষয়ক ২ দিন ব্যাপী কমশালার সমাপনী অনুষ্ঠান ৬ অক্টোবর পুবাশা উন্নয়ন সংস্থা (পউস) কনফারেন্স ও ট্রেনিং সেন্টার দিঘারকান্দা, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল প্রোডাকটিভিটি অরগানাইজেশান (এনপিও) শিল্প মন্ত্রণালয় ও জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে মহানগর জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প (নাসিব) সমিতি সভাপতি জহিরুল ইসলাম আকন্দ (গাজী লিটন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক উধ্বতন গবেষণা কমকর্তা (এনপিও) মুহাম্মদ আরিফুজ্জামান। কোস সমন্বয়কারী শিল্প মন্ত্রণালয়ের উধ্বতন গবেষণা কমকর্তা (এনপিও) মো ফরিদ উদ্দিন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী উদ্দোক্তা কাউন্সিল (নাসিব) ময়মনসিংহের সভাপতি ও জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতি বাংলাদেশ নাসিব ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি নুরজাহান মিতু। প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণাথী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন সৈয়দ জায়েদ -উল-ইসলাম, গবেষণা কর্মকর্তা, নাহিদা সুলতানা রত্মা, গবেষণা কর্মকর্তা, এনপিও, শিল্প মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *