এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় ব্র্যাক আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আয়োজনে ও ছাতিয়ানগড় গ্রাম সামাজিক শক্তি কমিটির সহযোগিতায় ব্র্যাক এর ইউপিজি ১২০ টি অসহায়-দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলার ছাতিয়ানগড় ঝাপু পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতিয়ানগড় গ্রাম সামাজিক শক্তি কমিটির সদস্য রোকনুজ্জামান, আব্দুস সবুর, বাবুল চন্দ্র বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, শিউলি আক্তার, মীর্জা সামসুল আলম, মনিরুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউপিজি শাখা ব্যবস্থাপক নাজমুল হোসেন।