মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
সংবাদদাতা চিরিরবন্দরঃ দিনাজপুর খানসামায় জগন্মতা শ্রীশ্রীমা সারদাদেবীর ১৬৩তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে রামকৃষ্ণ সেবাশ্রম রামকলা-এর পৃষ্ঠপোষকতায় ও পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অমেয়াত্মানন্দ মহারাজের উদ্দীপনায় রামকলা সারদা সংঘের উদ্দ্যোগে সমন্বয় সম্প্রীতি ধর্মসভা, গতকাল শুক্রবার সকালে পাকেরহাট জমির উদ্দিন শাহ্ বালিকা উচ্চ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে রামকলা সারদা সংগের সভানেত্রী চম্পারাণী রায় এর সভানেতৃত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অমেয়াত্মানন্দ মহারাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ভীম চরন রায়, উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান, আঙ্গারপাড়া ইউ’পি চেয়ারম্যান মোঃ মোস্তাক আহম্মেদ শাহ্। প্রধান আলোচক যশোর রামকৃষ্ণ আশ্রম এর সম্পাদক ডাঃ পার্থ সারথী বসু (মিলন), রামকৃষ্ণ সেবা আশ্রমের সভাপতি মতিন্দ্রনাথ রায়, ছাতিয়ানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, নিউ পাকের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন রামকলা সারদা সংগের সম্পাদিকা পলি রাণী রায়। অনুষ্ঠান পরিচালনা করেন সীতা রাণী রায়।