ষ্টাফ রিপোর্টারঃ
গার্মেন্টস কর্মী ছালেহা বেগম(৪০) এর জীবন বাাঁচাতে সহযোগীতার হাত বাড়িয়ে দিন। তার একটি কিডনী নষ্ট হয়ে গেছে। অন্য কিডনীও নষ্ট হওয়ার পথে। তিনি বর্তমানে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কিডনী বিশেষজ্ঞ ডাঃ আমিনুর রহমানের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। উন্নত চিকিৎসা দেয়া হলে ছালেহাকে বাঁচানো সম্ভব হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর জন্য প্রয়োজন প্রায় ৭ লক্ষ টাকা। কিন্তু ছালেহার পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বোর্ডের হাট গ্রামে তার বাড়ি। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার কষ্টের সংসার। তিনি নারায়ণগঞ্জের ম্যাক্স গার্মেন্টসে স্বল্প বেতনে কাজ করতেন। আর্থিক অবস্থা খুবই খারাপ চিকিৎসার পেছনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় ছালেহার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আর্থিক সহযোগীতা কামনা করছে তার অসহায় দু’সন্তান। চিকিৎসায় সহযোগীতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই নম্বরে-০১৭৬২৮৩৮৭০৯ ,তার সঞ্চয়ী হিসাব নং ০২০০০০৮৯৪৭০৩৫,অগ্রণী ব্যাংক ভুরুঙ্গামারী শাখা,কুড়িগ্রাম।