চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে ভূমিদস্যু গডফাদার সাইদুর কমিশনারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। চাঁপাইনবাবগঞ্জে ভূমিদস্যুদের গডফাদার সাইদুর কমিশনারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইসরাফিল নামে এক ভুক্তভোগী অসহায় ব্যক্তি।
আজ ২৯ ডিসেম্বর দৈনিক বাণীর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইসরাফিল বলেন, আমার সন্তানেরা ও আমি কোন অন্যায় না করেও বৃদ্ধ বয়সে ভূমিদস্যু জবর দখলকারীদের বিরুদ্ধে বিচারের দাবীতে চেয়ে আপনাদের সামনে সহ দ্বারে দ্বারে হাজির হতে হচ্ছে। আপনারা আমার পাশে থেকে আমাকে সঠিক বিচার পেতে সহযোগীতা করুন।
ইসরাফিল বলেন, আমার এই বৃদ্ধ বয়সে অর্জিত সম্পত্তির ৬৬৯ দাগের. ১৩৩১ শতাংশ জমি, ২৪৬ দাগের ১১ শতাংশ জমি ও ২৪৭ দাগের ১৫ শতাংশ জমি ভূমিদস্যু সাইদুর কমিশনারের মদদে তোফাজ্জল ও আব্দুল কুদ্দুস গং জবর দখল করে রাখে। উক্ত জবর দখলকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি এবং আমার সন্তানদ্বয় আব্দুস সাত্তার ও আলফাজ ভূমিদস্যু সাইদুর কমিশনারের রোশানলে পড়ে হামলা ও মিথ্যা মামলার শিকার হয়ে সাইদুর কমিশনার ও তার লোকজনের সন্ত্রাসী কর্মকান্ডের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি বলেন, উক্ত ভুমিদস্যুদের গডফাদার সাইদুর কমিশনারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জের ধরে হুমকি ধামকিতে সংশ্লিষ্ট সাংবাদিককেও নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরী করতে হয়।
সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত নয়নে ইসরাফিল বলেন, প্রিয় সাংবাদিক ভায়েরা- ভূমি দস্যুদের গড ফাদার সাইদুর কমিশনারের গুন্ডা বাহিনী দ্বারা আমি ও আমার সন্তানদের উপর মিথ্যা মামলা, হামলা ও ভিটা মাটি জবর দখল এর বিচার আপনাদের মাধ্যমে চাইতে এসেছি। আমি খবর নিয়ে জেনেছি যে , গত ২০/১২/২০২০ ইং তারখে সাইদুর কমিশনার এর মদদপুষ্ট জনৈক তোফাজ্জল অসুস্থতা জনিত কারনে মৃত্যু বরণ করেন। তোফাজ্জলের মৃত্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তার চার মেয়ে হানেফা বেগম, মোমেনা বেগম, শাহজাদী বেগম ও সোহাগী বেগমদের দিয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে উদর পিন্ডি বুধর ঘাড়ে চাপানোর দায় সেরেছেন সাদুে কমিশনার।
এছাড়া সংবাদ পত্রে পক্ষপাত তুষ্ট হয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের অভিযোগও আনা হয়। ভূমি দস্যু সাইদুর কমিশনার গত ২৬/১২/২০২০ ইং তারিখে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন একটি বিরোধপূর্ন জমি সক্রান্ত সংবাদ মনগড়া ভাবে সংবাদ পত্রে প্রকাশিত হয়। ওই সম্মেলনে আরো বলা হয় সংবাদকে পুজি করে প্রতিপক্ষ একাধিক মামলা ও হয়রানি করে, যা আদোও সত্য নয়।
বরং ভুমি দস্যু সাইদুর কমিশনারের মদতে মৃত তোফাজ্জল আমার ৬৬৯ দাগের .১৩৩১ শতাংশ জমি যবর দখল করে রেখেছে। জবর দখলে বাধা প্রদান করিলে আমার ছেলে আব্দুস সাত্তার ও আলফাজ কে মারধর করে মারাতœক যখম করে ও তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ, মোকাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, মামলা নং ১৭ পি/২০২০ (নবাব) মিথ্যা মামলা দাখিল করে।
ঘটনার এখানেই শেষ নয়, সংবাদ সম্মেলনে কুট চালবাজ সাইদুর কমিশনার মৃত তোফাজ্জল এর মেয়েদেরকে দিয়ে বলায় তাদের পিতা এসব বিষয় সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাদের বাবার মৃত্যুর পেছনে দায়ী সেই পক্ষপাত তুষ্ট সাংবাদিক বলে দাবি করেন মৃত তোফাজ্জল হোসেনের স্ত্রী সুফিয়া বেগম ও তার মেয়েরা। যা আদোও সত্য নয়।
উল্লেখ্য, মৃত তোফাজ্জল হোসেন দীর্ঘদিন যাবত প্যারালাইসিস ও বার্ধোক্য জনিত কারণে অসুস্থ ছিলেন। যদি মৃত তোফাজ্জল সংবাদ প্রকাশের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান; তাহলে আমিও দাবি করছি মৃত তোফাজ্জল এর লাশ আদালতের মাধ্যমে কবর থেকে উত্তলন করে পোস্টমর্টেম এর মাধ্যমে সত্য ঘটনা উদঘাটিত হোক।
মৃত তোফাজ্জলের কাফন দাফনের সময় তার ভাইয়েরা তাদের তোফাজ্জলের নিকট প্রাপ্ত সম্পদ বুঝিয়ে চেয়েছেন। মৃত তোফাজ্জল হেফজুল উলুম আলিয়া মাদ্রাসার সম্পত্তি ২৫০ দাগ ও আমি ইসরাফিলের সম্পত্তি ৬৬৯ দাগ নাম জারি, খাজনা খারিজ থাকার সত্ত্বেও জাল জালিয়াতির মাধ্যমে নিজ নামে খাজনা খারিজ করিয়াছে।
সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয় যে, ঘটনার এখানেই শেষ নয়, আপন ভাইদের সম্পত্তি জাল জালিয়াতির মাধ্যমে জবর দখলে রেখেছে, এ ছাড়া চাচা নইমুদ্দিন ও সাইফুদ্দিন এর সম্পত্তি জাল জালিয়াতির মাধ্যমে জবর দখলে রেখেছে। এসব অপকর্মের বিষয়ে প্রকাশ্যে মদতদাতা কাউন্সিলার সাইদুর রহমান।
অন্যদিকে, কমিশনার সাইদুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, দু পক্ষের মধ্যে মিমাংসা করার চেষ্টা করা হয়েছিল। যা আদোও সত্য নয়। আমি ইসরাফিল ও হেফজুল উলুম আলিয়া মাদ্রাসা প্রতিপক্ষ তার নিকট বার বার বিচার প্রত্যাশী হয়ে তার দ্বারা নাজেহাল হয়েছি।
সংবাদ সম্মেললনে ইসরাফিল বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সংবাদপত্র সমাজের দর্পন। আমি সাংবাদিকবৃন্দের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন পূর্বক আমার সমস্যাসমূহ সমাধান ও উক্ত দুর্নীতি পরায়ণ কখনো জামাত- কখনো বিএনপি করা ভূমিদস্যুদের গডফাদার সাইদুর কমিশনারকে বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদানে ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।