এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দরিদ্র শীতার্তদের পাশে শীতবস্ত্র বিতরণ করলেন স্বাধীনতা পদক প্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, এবছর দেশ সেরা করদাতাদের একজন, এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।

সোমবার (২৩ জানুয়ারী) বিকেলে এবি ফাউন্ডেশনের আয়োজনে চিরিরবন্দর উপজেলার উপজেলার সাইতারা ইউপি চত্বরে দেড় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাইতারা ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী হামিদুর রহমান, এবি ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর জয়ন্ত রায়, খানসামা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দিলীপ বিশ্বাস ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। সামর্থ্যবানরা এগিয়ে আসলে এই শীত গরীবের জন্য কষ্টের হবে না।

এই শীতে দিনাজপুর-৪ আসনের চিরিরবন্দর ও খানসামা উপজেলার প্রায় তিন হাজার দুস্থের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। সেই ধারাবাহিকতায় এখানেও কম্বল বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *