ঝালকাঠি প্রতিনিধি :
আজ রবিবার ১২টায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে (সদর ও রাজাপুর থানার) বিস্ফোরণ আইনের পৃথক দুই মামলায় উচ্চ আদালতের দেয়া জামিনের মেয়াদ শেষে তারা নিম্ম আদালতে হাজির হলে ২১ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর এবং বিএনপি ও যুবদলের ৫ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উক্ত ঘটনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, গত ২৮ নভেম্বর ২০২২ তারিখ জেলার রাজাপুর উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বোমা হামলার অভিযোগে বিএনপির অঙ্গ সংগঠনের নামধারী ২৬ নেতাকর্মী সহ মোট ১০৬ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রাজাপুর উপজেলা যুবদলের সভাপতি জাকারিয়া সুমন ও সাধারণ সম্পাদক আল মামুন অভিককে কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে গত ৬ ডিসেম্বর ২০২২ তারিখ রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের বহনকারী বাসে বোমা বিস্ফোরেণের অভিযোগের মামলায় ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের আহ্বয়ক শামীম তালুকদার ও জেলা যুবদল নেতা সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৪ নামধারী নেতাকর্মীসহ মোট ৪৪জন কে আসামী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *