হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরহগাঁওয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক ও এক শিশু গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে।
রবিবার ২২ জানুয়ারি দুপুরো সদর উপজেলার শিবগঞ্জ রামপুর আমতলী এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ও পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে
এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাক চালক সোহেল রানা ও ১৩ মাস বয়সী শিশু আশা আহত হয়।
সোহেল সদর উপজেলার আরাজী কেশুরবাড়ী গ্রামের সোলায়মান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চলতি ট্রাকটি রেল লাইনের উপরে উঠে গেলে এ সময় ট্রেন চলে আসে। এরপর ট্রেনের ধাক্কায় ট্রাকের বডি ভেংগে যায় এবং ট্রেনটি অদূরে গিয়ে বন্ধ হয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে ।
এতেকরে ঢাকার সাথে পঞ্চগড়ের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আহত ট্রাক চালক সোহেল রানাকে প্রথমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করলে কতর্ব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ ট্রাকটিকে রেল লাইন থেকে সরানোর চেষ্টা চলাচ্ছেন।
জানা গেছে দুর্ঘটনা ভেংগে যাওয়া ট্রাকটির মালিক ঠাকুরগাঁও রোড এলাকার ব্যবসায়ি সাজ্জাদুর রহমান।
জনবহুল এলাকা হওয়া সত্যেও রেল ক্রসিংটিতে কোন গেটম্যান নেই। গেটম্যান থাকলে এধরনের দুর্ঘটনা ঘটতো না বলে স্থানীয়রা জানান।

ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আখতারুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে ৷ রেললাইনে থাকা ট্রাকটি সরানোর কাজ চলছে৷
সরানো শেষ হলে আবার রেল চলাচল স্বাভাবিক হবে ৷
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, আহত ব্যক্তিকে আমরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। রেল লাইনের উপরে ট্রাক থাকায় পঞ্চগড়ের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। যোগাযোগ স্বাভাবিক করার জন্য কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *