মোহাম্মদ মানিক হোসেন,চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
সিঁদু মাঝি ও কানু মাঝির মহান আত্মত্যাগকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় দিনাজপুরের চিরিরবন্দরে পালিত হয়েছে। ১৬৩ তম সান্তাল বিদ্রোহ দিবস। গতকাল ৩০ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার খামার কৃষ্ণপুর আদিবাসী কমিউনিটি সেন্টারে উপজেলা সান্তাল বিদ্রোহ দিবস উদযাপন কমিটির আয়োজনে মানজি পরিষদ, পারগানা পরিষদ ও এনডিএফ এর সহযোগিতায় স্মৃতিসৌধে পুস্প অর্পন সার্বজনীন প্রার্থনা ও নীরবতা পালন, র্যালী শ্লোগান মানববন্ধন আলোচনাসভা সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরনীসহ সহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। উপজেলা সান্তাল বিদ্রোহ দিবস উদযাপন কমিটির সভাপতি আগষ্টিন হেমরম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায় উপস্থিত ছিলেন। এ সময় এনডিএফ সভাপতি নির্মল সরেন, এনডিএফ দিনাজপুরের টিও মেসমাউল সরকার, চিরিরবন্দর উপজেলা ইউনিট ম্যানেজার আব্দুস সামাদ পুনট্টি ইউনিয়নের ওয়ার্ড সদস্য জহির উদ্দীন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।