নিজস্ব সংবাদদাতা, কল্যাণী, নদীয়া, ভারত:
আহমেদ ফারুক, কথাসাহিত্যিক ও প্রিয়মুখ প্রকাশনীর প্রকাশক বাংলাদেশের ঢাকায় অবস্থিত। আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শরীরবিজ্ঞান বিভাগে উদার আকাশ পত্রিকা ও প্রকাশনের পক্ষ থেকে তাঁকে সম্মানিত করা হয়। বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শরীরবিজ্ঞান বিভাগের স্বনামধন্য অধ্যাপক ড. গৌতম পাল মহাশয় আহমেদ ফারুক-এর হাতে সম্মাননা তুলে দেন। পাশে উদার আকাশ প্রকাশন ও পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ।
বাংলাদেশের আহমেদ ফারুক নিজেকে সুখী মানুষ ভাবতে ভালবাসেন। লেখেন ইচ্ছে হলে, ইচ্ছে না হলে কিছুই লেখেন না। স্বপ্ন দেখেন ‘লাইটহাউজ’ নামক এক মিলনকেন্দ্রের। যেখানে কিছু নিঃস্ব মানুষের গল্প লেখা হবে।
ছোটবড় মিলে আহমেদ ফারুক এখনও পর্যন্ত প্রকাশিত বই লিখেছেন ২৯ টি। ছোটগল্প লিখেছেন সবচেয়ে বেশি। ‘কাক’ তার লেখা সবচেয়ে জনপ্রিয় গল্পগ্রন্থ। এ ছাড়াও লিখেছেন উপন্যাস, গল্প ও নাটক।
প্রচারবিমুখ নিভৃতচারী এই কথাসাহিত্যিকের জন্ম ২৮ ফেব্রুয়ারি ১৯৭৮। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করে পুরোদমে লেখালেখি ও আর প্রকাশনার সঙ্গে যুক্ত।
বাবা মরহুম সামছুল হক ছিলেন কৃষিবিদ। মা ফতেমা খাতুন, স্ত্রী জেবা, মেয়ে নাবা এবং পুত্র অবনীলকে নিয়েই তার যাপতি জীবন।
আহমেদ ফারুক উদার আকাশ পত্রিকা ও প্রকাশনের পক্ষ থেকে ভারত বাংলাদেশ মৈত্রী সম্মাননা পেয়ে আপ্লুত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *