কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃরুকুনুজ্জামান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল ৯টায় চেয়ারম্যানের কার্যালয়ে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আসমা বেগম তাকে দায়িত্ব প্রদান করেন।
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) , মোঃ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকতা কুমার প্রণয় বিষাণ দাস, চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ বিভিন দপ্তরর কর্মকর্তাবদ উপস্তি ছিলেন।
উল্লেখ্য চলতি বছরের ২২ আগষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর বিক্রম শওকত আলী সরকার মারা গেলে পরিষদের চেয়ারম্যান আসনটি শুণ্য হয়। ২ নভেম্বর অনুষ্ঠিত উপ-নিবার্চন আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রাথী মোঃ সােলায়মান আলী সরকারকে পরাজিত করে মোঃরুকুনুজ্জামান শাহীন উপজেলা চেয়ারম্যান নিবার্চিত হন