নিজস্ব প্রতিবেদক.কুড়িগ্রাম :
কুড়িগ্রামের চিলমারীতে অভ্যন্তরীণ আমন চাউল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় বালাবাড়ী হাট খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতি দা:) আব্দুস ছালাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, চিলমারী প্রেসক্লাব এর সভাপতি নজরুল ইসলাম সাবু প্রমুখ। এবার উপজেলা খাদ্য গুদামে প্রতি কেজি ৩৬ টাকা দরে ৪০০ মেট্রিক টন চাউল ক্রয় করা হবে বলে জানা যায়।