নাজমুল হুদা পারভেজ ঃ
আজ (সমবার) কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসন এর উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২১ ও মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজি প্রস্তুতি সখায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহবুবুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা চৌধুরী, চিলমারী মডেল থানা ইন চার্জ মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু প্রমুখ। দুটি দিবস উপলক্ষ্যে আলোচনানান্তে পৃথক কয়েকটি কমিটি ও উপ-কমিটি গঠণ করা হয়। আলোচনা সভায় চিলমারী উপজেলর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।