ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ এ রংপুর বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন নুরুন্নবী চৌধুরী। তিনি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের পিতা। উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও পরিকল্পনা এবং অবকাঠামো নির্মাণে বিশেষ অবদান রাখায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালকের দপ্তর থেকে তাঁকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়।