ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
দেশব্যাপি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে জয়পুরহাটে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১ টায় জয়পুরহাট সদর উপজেলা মিলনায়তন হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহমদ ভূঞা,জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা নিবাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল সহ অন্যনরা।
এসময় সদর উপজেলার গৃহহীন ৬৯ টি পরিবারের জমি ও গৃহ অতিথিরা হস্তান্তর করেন । জয়পুরহাট জেলায় ৫ টি উপজেলায় ২০৬ টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয় ।