মোঃ মনির হোসেন ঝালকাঠি :
ঝালকাঠিতে আজ শনিবার একদিনে ৪৫ হাজার মানুষকে দেওয়া হচ্ছে করোনা প্রতিরোধের ভ্যাকসিন। সকাল ৯টা থেকে জেলার ১৩১টি কেন্দ্রে চলছে প্রথম ডোস টিকা কর্মসূচি। এখনো যারা টিকা নেয়নি, কোন কাগজপত্র ছাড়াই তাদের দেওয়া হচ্ছে প্রথম ডোজ। পাশাপাশি দ্বিতীয় ও বুস্টার ডোজের কার্যক্রমও চলছে।
টিকাদান কেন্দ্রগুলোতে ১২ বছরের ওপরের সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় ছিল। সকালে বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন। সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবেকুন নাহার
সিভিল সার্জন জানান, জেলার চার উপজেলার ৩২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ১৩১টি কেন্দ্রে ৪৫ হাজার মানুষকে টিকা দেয়ার লক্ষ্য নিধারণ করে সকাল ৯টা থেকে সারাদিন টিকা দেয়া হবে। এ পর্যন্ত জেলায় ৪ লাখ ৪৬ হাজার মানুষকেক টিকা দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, আজকের দিনের পরেও টিকাদান কর্মসূচি চলবে। তবে আজকে ৪৫ হাজার মানুষকে একদিনে টিকা দেওয়ার জন্য যথেষ্ট প্রচার প্রচারণা চালানো হয়েছে। কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতিই তা প্রমান করে।