ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাটে জঙ্গি, সন্ত্রাস প্রতিরোধ আন্ত: ধর্মীয় ডায়ালগে বিভিন্ন ধর্মীয় গুরুদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে উপমা সমাজ সংস্থার আয়োজনে জয়পুরহাট সদর উপজেলা পরিষদের মোহাম্মদ মজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র মো. আজিজ মোল্লা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা)।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা তার বক্তব্যে বলেন, ২০১৬ সালে হলি আর্টিসান জঙ্গি হামলার দ্বারা একটি কুচক্রী মহল নির্মমভাবে সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে বাংলাদেশকে সারা বিশ্বের নিকট একটি সন্ত্রাসী, জঙ্গি ও একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চালায়। বাংলাদেশ পুলিশ জীবনবাজি রেখে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করেছে। সেই সময় জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্রকে নস্যাৎ করেছিল বাংলাদেশ পুলিশ। জঙ্গি দমনে বাংলাদেশের সাফল্য বিশ্বে অনুকরণীয়। জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ করতে কঠোর ভূমিকা পালন করবে জেলা পুলিশ।

এ সময় জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা এনজিও ফোরামের প্রধান উপদেষ্টা নন্দলাল পার্শী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার, উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল, জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *