ঝালকাঠি প্রতিনিধি:
নানা আয়োজনে ঝালকাঠি জেলা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে কারুশিল্পের দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মার পূজা।
হিন্দু সম্প্রদায়ের মধ্যে কামার, কুমার, স্বর্নকার, জেলে, নরসুন্দর, তাঁতিসহ শিল্পে পেশা নির্ভর পরিবার এ দেবতার পূজা অর্চনা করে আসছেন।
ধর্মীয় বিশ্বাস রয়েছে, বিশ্বকর্মা দেবতা আশির্বাদ থাকলে শিল্পের নিপূনতা ফুঁটে ওঠে।
ঝালকাঠি জেলার মধ্যে বড় আকারের পূজার আয়োজন করেছে জুয়েলারি সমিতি। সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত পূজা অর্চনা শেষে ভক্তরা অঞ্জলি প্রদান করেন।