ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
প্রতি বছরের ন্যায় এ বছরও ঠাকুরগাঁওয়ে ওঁরাও সম্প্রদায়ের কারাম উৎসব পালিত হয়েছে।
বিশ্বপঞ্জিকা হিসেবে ভাদ্র মাসের শেষ দিনে শনিবার রাত ৮টার দিকে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীরডাঙ্গা এলাকার ওঁরাও পল্লীতে দুই দিনব্যাপি কারাম পূজার উৎসব শুরু হয়।
এ সময় ওঁরাও কিশোর-কিশোরী, যুবক-যুবতীরা নাচে-গানে মাতোয়ারা হয়ে ওঠেন। কামনা-বাসনা করেন, আর চেষ্টা করেন একটু ভালোবাসার।
কারাম উৎসব উপলক্ষে শনিবার রাতে পাঁচপীরডাঙ্গা এলাকার ওঁরাও পল্লীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড. ইমরান চৌধুরী, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল প্রমুখ।
পাঁচপীরডাঙ্গী ছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর, চন্ডিপুর, গোবিন্দনগর এলাকায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কারাম পূজা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *