ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুর উপজেলার রাজাপুর কানুদাসকাঠি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২৩ পিচ ইয়াবা সহ ক্রেতা ও বিক্রেতা ৩ জনকে অর্থদন্ড সহ কারাদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত ৩ জনকে ঝালকাঠি জেলা কারাগারে সোপর্দ করেছে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,(ডিএনসি)সহকারী পরিচালক, মোঃ এনায়েত হোসেন ও গোয়েন্দা টিম বরিশাল।
থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজাপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ মন্ডল এর নেতৃত্বে এবং সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোঃ এনায়েত হোসেন এর দিক নির্দেশনা ও গোয়েন্দা বরিশাল টিম এর যৌথ অভিযানে রাজাপুর থানাধীন কানুদাসকাঠি এলাকায়। বৃহস্পতিবার দুপুরে রাজাপুর উপজেলার কানুদাসকাঠিতে মোবাইল কোর্ট অভিযান করেন। এ সময় মাদক বিক্রেতা উপজেলার কানুদাসকাঠি গ্রামের এমাদুল আকন (৩৫), পিতা- আব্দুল জলিলকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করে ১বছর ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং একই সঙ্গে অপর দুই আসামি ক্রেতা ভান্ডারিয়া উপজেলার উত্তর-পূর্ব ভান্ডারিয়া এ শওকত হাওলাদার (২১), পিতা- দেলোয়ার হাওলাদার,ও মোঃ রিপন হাওলাদার (২১), পিতা -আব্দুল কুদ্দুস হাওলাদার, জেলা-পিরোজপুর কে ০২ পিস ইয়াবা ট্যাবলেট সেবনের অপরাধে ০৪ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ মন্ডল আজ সন্ধ্যা ৭ টায় মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আটককৃতদের অর্থদন্ড ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে এবং ঝালকাঠি কারাগারে প্রেরন করা হয়েছে।