ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কদম রসুলহাট স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে, “রিয়েক্টস-ইন প্রজেক্ট” এর হারভেস্ট প্লাস এবং ওয়ার্ল্ড ভিশন (কানাডা)’র বাস্তবায়নে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কদম রসুলহাট স্কুল এন্ড কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি আশপাশের এলাকা ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ওই শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ইএসডিও’র ফোকাল পার্সন কৃষিবিদ আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি কদম রসুলহাট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ, বিশেষ অতিথি আরডিআরএস বড়গাঁও ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান মো: রেজাউল করিম, সংশ্লিষ্ট প্রজেক্ট ম্যানেজার মো: কামরুল ইসলাম প্রমুখ। কর্মশালায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, বিভিন্ন শ্রেণী ও বর্ষের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ও প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন কর্মকর্তাগণ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *