নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে সড়ক ব্যবহারে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়।
ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাসস্ট্যান্ড চৌরাস্তায় ট্রাফিক পুলিশের আয়োজনে এ প্রচারণা মূলক কর্মসূচি পালন করা হয়।
জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এঁর নির্দেশনায় পুলিশ পরিদর্শক ( শহর ও যানবাহন)
প্রদীপ কুমার সাহা’র নেতৃত্বে সাধারণ পথচারী, মোটরসাইকেল চালক, অটোরিকশা চালক ও যানবাহনের চালকদের নিরাপদ সড়ক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রচারণা চালানো হয়।
এসময় পুলিশ পরিদর্শক ( শহর ও যানবাহন)
প্রদীপ কুমার সাহা সড়কে চলাচলকারীদের নিজের জীবন ও পরিবারকে বাঁচাতে সতর্কতা অবলম্বন করার পরামর্শ প্রদান করেন। এবং এধরনের জনসচেতনতা মূলক প্রচারণা অব্যাহত থাকবে বলে জানান তিনি।