জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
দক্ষণি সুনামগঞ্জ উপজেলা যুবদল নেতা ইসলাম উদ্দিন আর নেই।ইন্নালিল্লাহি—-রাজিউন।
আজ ২৮এপ্রিল ২০২১ইং রোজ বুধবার দুপুর ১ ঘটিকার সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুরণ করেন তিনি। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল (৩৫) বছর।

রাত ৭:৩০ঘটিকায় দামোধরতপী গ্রামের দক্ষিনের মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।

জানাযায়, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, পূর্বপাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইরান উদ্দিন, প্রবিন মুরব্বি মফজ্জুল আলী, আকবর আলী, সাবেক মেম্বার নয়ান মিয়া বেগ, আকিল আলী তালুকদার, আব্বাস আলী, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দাল মিয়া মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফয়জুল করিম, আওয়ামীলীগ নেতা মনির মিয়া, উপজেলা বিএনপি নেতা আওলাদ হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা সেচ্ছাসেবলীগের সহ সভাপতি এমএ কাসেম চৌধুরী, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভিপি এড: আতাউল হোসেন, ইউপি সদস্য এহিয়া আহমদ সুমন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটর সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউনিয়ন বিএনপি নেতা নুর উদ্দিন, আছকির মিয়া, স্থানীয় ডি’এম’সি যুব সমাজ কল্যাণ সংস্থার রাসেল আহমদ, অবায়দুল হক মিলন, আলমগীর আলম চৌধুরী, সবুজ মিয়া, সাজাহান মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা রাজন আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মুরব্বিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার সকালে হঠাৎ করে তার বুকে ব্যাথা শুরু হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যু কালে, মা, ৩ ভাই, ২ বোন, ১ পুত্র, ১ কন্যা ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে, উপজেলা যুবদল নেতা ইসলাম উদ্দিন এর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়েছেন দক্ষিন সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ। বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন