মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :
বাংলা চলচ্চিত্রের আলোচিত প্রযোজক ইকবাল সম্প্রতি ঘোষনা দিয়েছে নতুন একটি সিনেমা নির্মান করবেন। সিনেমাটির পরিচালনা করবেন তিনি। দেশের এক ঝাঁক তারকা অভিনয় করছেন সিনেমাটিতে। ঘোষনার পরেই তিনি ফেসবুক পেজ থেকে প্রকাশ করে যাচ্ছেন তাদের সিনেমার প্রস্ততির মিটিং।
ডিপজল ,মিশা সওদাগর, রোশান, বুবলী এবং অমিত হাসান ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করছেন দেশের সুনাম ধন্য অভিনেতা অভিনেত্রী বলে জানান পরিচালক। পরিচালক থেকে জানা গেছে অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘বিট্রে’ সিনেমাটি। এটি আগামী ২২ এপ্রিল থেকে শুরু হবে। ‘বিট্রে’ নামের এই চলচ্চিত্রের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবুর। এক ঝাঁক তারকা নিয়ে নির্মিতব্য নতুন সিনেমা ‘বিট্রে’ এর নির্বাহী প্রযোজনা হিসেবে থাকছেন সুনান মুভিজ।