নাগেশ্বরী প্রতিনিধিঃ
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৮ উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে সারাদেশে একযোগে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল বিএ মাদরাসায় বৃক্ষরোপণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানের জায়গায় বিশাল মাঠের চারপাশে জলপাই, কদবেল, চালতা, আমড়া, পেয়ারা, মেহগনি, রক্তন, আকাশ মনি,নটকোনসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা শিক্ষার্থীদের নিয়ে রোপণের মাধ্যমে বিদ্যালয়ের অধ্যক্ষ কর্মসূচির শুভ উদ্ভোধন করেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী,অন্যান্যদের মধ্যে এশিয়ান বাংলার স্টাফ রিপোর্টার মোঃ মসলেম উদ্দিন উপস্থিত ছিলেন।