নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের তালেপের হাটে একটি সরল পরিবারকে কিছু অসাধু ব্যাক্তির প্ররোচনায় অভিনব পদ্ধতিতে ফঁসানোর পায়তারা চলছে। সরেজমিনে গিয়ে জানা যায় তালেপের হাটের রিয়াজ উদ্দিনের ছেলে এরশাদ আলী র্প্বূ শত্রæতার জের মেটাতে দিনের বেলায় প্রতিবেশি ইউছুফ আলীর খরের ঢিপিতে আগুন লাগিয়ে দিয়ে আগুন আগুন বলে চিৎকার শুরু করে। চিৎকার শুনে ইউছুফের স্ত্রী আগুন নেভাতে আসে এবং আগুন লাগার কারণ জানা নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে খোদেজার সাথে এরশাদ আলী হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এ সময় গ্রামের কয়েকজন মহিলা এসে এরশাদকে মায়ের বয়সীর প্রতিবেশির গায়ে হাত তেলার অপরাধে শাসিয়ে বাড়ী যেতে বলে তারাও চলে যায়। কিন্তু রিয়াজ উদ্দিন গ্রামের কিছু অসৎ ব্যক্তির কুদলবে প্রতিবেশিকে ফাঁসাতে ঘটনার ৭ঘন্টা পর এরশাদকে অসুস্থতার ভান করিয়ে হাসপাতালে ভর্তি করায় এবং থানায় জিডি করিয়ে পুলিশ পাঠিয়ে প্রতিবেশি ইউছুফ আলীর পরিবারকে ভয়ভীতি দেখায়। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষ প্রতিবেশি জানায়, মামলা তো এরশাদের বিরুদ্ধে হওয়ার কথা! কারণ সে তো পুরুষ হয়ে মহিলার গায়ে হাত তুলেছে। আমরা তো সবই দেখলাম। হাসপাতাল সুত্রে ডাঃ আবু বকর সিদ্দিক (আরএমও) জানায়, এরশাদের তেমন গুরুতর ই্নজুরী নেই, সে সুস্থ্য আছে। এলাকার মহৎগন বলেন, বিষয়টি মামলা মোকাদ্দমের মত নয়। গ্রামেই মিমাংশা করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন