নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নাগেশ্বরীতে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্যর্ যালী বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে আলোচনাসভা করে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোবাশ্বের আলী, নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম আখতারুজ্জামান, নাগেশ্বরী মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নাসিমুল ইসলাম রবু, বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক কে.এম আনিছুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল হাকিম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবুল করিম প্রমুখ।