ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানার এসআই(নিঃ) মোঃ জামিনুর রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি থানার গত ৫ই মার্চ রাত্রিকালীন মানিক এলাকায় ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিকে জানতে পারে যে, পাঁচবিবি থানার আয়মা রসুলপুর ইউপির অন্তর্গত পশ্চিম কড়িয়া গ্রামস্থ জনৈক মোঃ মীর শহিদ (৫৫) পিতা- মৃত নেদব আলীর বাড়ীর দক্ষিন পার্শ্বে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে প্যাকেটিং করছে। এই মর্মে সংবাদ পেয়ে পশ্চিম কড়িয়া গ্রামস্থ জনৈক মোঃ মীর শহিদ (৫৫) পিতা- মৃত নেদব আলী এর বাড়ীর দক্ষিন পার্শ্বে সনের পালার মধ্য হতে ৬৭ (সাতষট্টি) বোতল PHENSEDYL এবং ১১(এগারো) বোতল FAIRDYL সর্ব মোট (৬৭+১১) = ৭৮ (আটাত্তর) বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য উদ্ধার পূর্বক মোঃ মাহফুজুর রহমান (৪০) পিতা-মোঃ আমজাদ হোসেন সাং-পশ্চিম কড়িয়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করে পাঁচবিবি থানা পুলিশ।