জাহাঙ্গীর আলম সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠানমূখী করা ও প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যা নিরসনে নাওডাঙ্গা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে ইউপি চেয়ারম্যানের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মে ২০২২) বিকেল তিনটায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান হাছেন আলীর আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ, বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, নাওডাঙ্গা ডিএস দাখিল মাদরাসার অধ্যক্ষ উমর আলী, নাওডাঙ্গা সপ্রাবি’র প্রধান শিক্ষক শাহজাদা সরকার, পশ্চিম ফুলমতি কান্দাপাড়া সপ্রাবি’র প্রধান শিক্ষক ওবাইদুল হক, ঝাউকুঠি সপ্রাবি’র প্রধান শিক্ষক আশরাফুল হক, পশ্চিম বালাতারী সপ্রাবি’র প্রধান শিক্ষক তৈয়ব আলী, বালারহাট সপ্রাবি’র প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, খলিশা কোঠাল সপ্রাবি’র প্রধান শিক্ষক জাহিদুল হক, কুরুষা ফেরুষা সপ্রাবি’র প্রধান শিক্ষক বিষ্ণু রায়, চর গোরকমন্ডল সপ্রাবি’র প্রধান শিক্ষক আলমগীর হোসেন, গোরকমন্ডল সপ্রাবি’র প্রধান শিক্ষক আইয়ুব আলী, খন্দকার পাড়া সপ্রাবি’র প্রধান শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।