ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় স্বরলিকাকে একটি বাইসাইকেল উপহার প্রদান করেছে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন।
বুধবার বিকালে ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী তাঁকে এ উপহার প্রদান করেন।
ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনয়নের বাঁশজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে। ২০১৭ সালের সেই টুর্নামেন্টে স্বরলিকা পারভীন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। স্বরলিকা বর্তমানে বাঁশজানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর বিদ্যালয়ে যাতায়াত সমস্যা দুর করতে প্রশাসনের তরফ থেকে বাইসাইকেলটি উপহার দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন ও স্বরলিকার বাবা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন ।