এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
আনন্দ মুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিনেই শুরু হয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ। দিনাজপুরের খানসামা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছসিত ও খুশি শিক্ষার্থীরা।

শনিবার (১ জানুয়ারী) সকালে খানসামা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম ও ইউএনও রাশিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মন্জুরুল হক, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এস এম এ মান্নান, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীগণ।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে খানসামা উপজেলায় ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয় ও ১ টি শিশু কল্যাণ কেন্দ্র ও বেসরকারী ৪০ টি স্কুল মিলে প্রায় ৩৭ হাজার শিক্ষার্থী, ৯০ টি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ-৯ম শ্রেণীর প্রায় ১৩ হাজার শিক্ষার্থী ও ২৭ টি মাদ্রাসার ১ম-৯ম শ্রেণীর প্রায় ৭ হাজার শিক্ষার্থী নতুন বই পাবে। তবে এবছর করোনা ভাইরাস সংক্রমণের কারণে স্বাস্থ্য বিধি মেনে ধাপে ধাপে বই বিতরণ কার্যক্রম চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *