✍️ বিন্দাস ভার্গব
ভয় কি মরনে
ভালো রাখিতে সন্তানে,
মাতঙ্গী মেতেছে আজ
বিদায়ের ক্রন্দনে |
সন্মান হানিকারই
সন্তান দিল পাড়ি ,
পিতাও কাঁদে যে আজ
ছিন্ন করে নাড়ি |
কু হলেও সন্তান
সু হলেও সন্তান ,
সন্তান বোঝেনা যে
পিতার অভিমান |
পিতার -ও ভবনে
ছিলি যে যতনে ,
স্বর্গ সুখ টুকু
হারালি মননে |
আতুরের সন্তান
হয়েছে চলমান,
পিতৃ ঋণেতেই
হয়েছে বলীয়ান |